মিলিয়ন মিলিয়ন শ্রোতা পাচ্ছি আমি: ড. মাহফুজুর রহমান

Cumilla24

৭ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

গত কয়েক বছর ধরেই নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় একক অনুষ্ঠান করে নিয়মিতই গান শোনাচ্ছেন মাহফুজুর রহমান। মাঝে মধ্যে তাকে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও গান গাইতে দেখা গেছে 

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিএকটি অ্যাওয়ার্ড আয়োজনের চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে এটিএন বাংলার এই চুক্তি সই হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে খালি গলায় বাংলা  হিন্দি গান গেয়ে শোনান মাহফুজুর রহমান।

 সময় তিনি বলেনইদানিং মেহেদী হাসানের গজল কিছু গাওযা শুরু করেছি। গজল গাওয়ার পর দেখলামযে আমার বাংলা গানের থেকে এর শ্রোতা অনেকে বেশি। মিলিয়ন মিলিয়ন শ্রোতা পাচ্ছি আমি।

গান গাওয়ার এক পযার্য়ে পাঁচ বছরের সাধনায় গলা ঠিক করেছেন জানিয়ে মাহফুজুর রহমান বলেনআমি কথা বলি একটা ভয়েসেগান গাই আরেকটা ভয়েসে। এটি রপ্ত করতে আমার পাঁচ বছর সময় লাগছে। যেমনআমি কথা বলার সঙ্গে গানের গলার কোনও মিল নেই।  

অনুষ্ঠানে সিনেমা প্রযোজনা করার ঘোষণাও দেন মাহফুজুর। তিনি জানানআগামী ঈদ-উল-ফিতরের আগে ছয়টি সিনেমা প্রযোজনা করবেন।

চিত্রনায়ক সাইমন সাদিক  ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎমহাসচিব শাহীন সুমনসাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুলপরিচালক শাহ আলম কিরনজাকির হোসেন রাজুমনতাজুর রহমান আকবরচিত্রনায়ক সোহেল রানাঅভিনেত্রী অরুণা বিশ্বাসরোজিনা প্রমুখ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied