মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

Cumilla24

১৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হলে এই দুর্ঘটনা ঘটে।

গভর্নর এস আবদুল নাজির বলেন, ‘পদদলিত হয়ে ৯ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।’ প্রধানমন্ত্রী “নরেন্দ্র মোদি” নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

তিনি বলেন, ‘যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক— এই প্রার্থনা করি।’ ভারতে বড় ধর্মীয় উৎসব ও জনসমাবেশে প্রায়ই পদদলনের ঘটনা ঘটে থাকে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপথি বিজয়ের এক প্রচারণা সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়। জুন মাসে, ওড়িশার উপকূলীয় এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের এক উৎসবে হঠাৎ ভিড় বেড়ে গেলে পদদলিত হয়ে মারা যান অন্তত ৩ জন। এই ঘটনায় আহত হন আরও অনেকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied