প্রেমিকাকে হত্যা করে প্রেসার কুকারে সেদ্ধ করলেন প্রেমিক

Cumilla24

১৩ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

প্রেমিকাকে হত্যা করে দেহ কেটে টুকরো টুকরো করে কয়েকটি টুকরো প্রেসার কুকারে সেদ্ধ করলেন যুবক।  

ভারতের মুম্বাইয়ে সানে মীরা রোডে গীতানগর এলাকায় একটি ফ্ল্যাটে নৃশংস এই ঘটনা ঘটেছে।

নিহত হওয়া প্রেমিকার নাম সরস্বতী বৈদ্য (৩২) আর তাকে খুন করেন তারই প্রেমিক ৫৬ বছর বয়সি মনোজ সানে।

এ ঘটনায় মনোজকে আটক করা হয়েছে।

বুধবার (৭ জুন ২০২৩ইং) মুম্বাইয়ের নয়া নগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।

এনডিটিভি জানিয়েছে, লিভ ইন পার্টনার হিসেবে গত তিন বছর ধরে ওই ফ্ল্যাটটি ভাড়ায় থাকতেন সরস্বতী ও মনোজ।

মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) জয়ন্ত বাজবেলে জানান, ওই ফ্ল্যাটের প্রতিবেশীরা তাদের খবর দিয়ে জানায়, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। পুলিশ গিয়ে সরস্বতীর পচাগলা দেহের টুকরো উদ্ধার করে। প্রাথমিক তদন্তে দেখা যায়, ওই নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তারপর দেহ টুকরো করা হয়।

কেন প্রেমিকাকে এভাবে খুন করলেন মনোজ, তার কারণ খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা অস্বীকার করে মনোজ জানায় , সরস্বতী আত্মহত্যা করেছেন।

ঘটনার তদন্তে পুলিশ প্রতিবেশী ও স্বজনের জানিয়েছে, কেউ এই ব্যাপারে কিছু জেনে থাকলে যেন অবিলম্বে তা পুলিশকে জানায়।

সূত্র: এনডিটিভি

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied