বিমান বিধ্বস্ত, নিহত ৬
২৪ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

কানাডার ক্যালগেরির পশ্চিমে রকি পর্বতমালায় একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে।
পুলিশ জানান, বিমানটিতে একজন পাইলট সহ ৬জন ছিলেন। বিমানটি শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্মের উদ্দেশ্যে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছাড়ে এবং ৩০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে যায়।
সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে ১টি পাহাড়ী এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ৬ আরোহীর লাশই উদ্ধার করা হয়েছে।
