বিদেশে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত
২৯ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

অভ্যন্তরীণ বাজারে
স্থিতিশীলতার জন্য আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে
রপ্তানি বন্ধের নির্দেশ দিতে যাচ্ছে ভারত।
২৪ আগস্ট বৃহস্পতিবার
এই তথ্য জাননো হয়, বার্তাসংস্থা রয়টার্স ভারত সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত
দিয়ে এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির
তিনটি সরকারি সূত্র জানিয়েছে আগামী অক্টোবর থেকে ভারতে নতুন মৌসুম শুরু হতে চলেছে
এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
বিশ্ববাজারে ভারতের
চিনির অনুপস্থিতিতে আরও বাড়িয়ে দিতে পারে চিনির দাম।
গত মৌসুমে রেকর্ড এক
কোটি ১১ লাখ টন চিনি রপ্তানি করেছিল ভারত। সেখানে চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর
পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়।
