বজ্রপাতে ১০ জন নিহত

Cumilla24

২৫ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

ভারতের ওড়িশা রাজ্যে বজ্রপাতে ১০ জন নিহত হয়েছেন। আহতও হয়েছেন অনেকে।

 

২ সেপ্টেম্বর শনিবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে রাজ্যটির ৬টি জেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।  

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ৩ সেপ্টেম্বর রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় ৪জন, বোলাঙ্গিরে ২জন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে ১জনের মৃত্যু হয়েছে। শনিবারের প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে বজ্রপাতে মোট ১০ জনের প্রাণহানি ঘটে।

ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।

বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied