ফুটবলার নদীতে নামতেই ছিঁড়ে খেল কুমির !

Cumilla24

১৯ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

সাঁতার কাটতে নদীতে নেমেছিলেন এক ফুটবলার। ফুটবলার জানতেন না, পানির মধ্যেই ঘাপটি মেরে আছে বিশালাকার এক হিংস্র কুমির। ঘটনাটি কোস্টারিকার গুয়ানাকাস্ট প্রদেশে ঘটেছে।

সাঁতরে নদীর মাঝ বরাবর যেতেই কুমিরটি ওই ফুটবলারের ওপর আক্রমণ করে বসে । কুমির তাকে ছিঁড়ে কামড়ে মেরে ফেলে । 

গত ২৯ জুলাই গুয়ানাকাস্টের রিও কানাস নদীতে গোসল করতে নেমেছিলেন ২৯ বছর বয়সি ফুটবলার লোপেজ ওর্তিজ চুকো। এ সময়ই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বিশাল কুমিরটি লোপেজের দেহ মুখে করে পানির মধ্যে সাঁতরাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে কুমিরটিকে তাড়া করলে সেটি পালিয়ে যায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী এবং ২ সন্তানকে নিয়ে থাকতেন লোপেজ। স্থানীয় রিও কানাস দলের হয়ে ফুটবল খেলতেন লোপেজ ওর্তিজ চুকো। গত ৩১ জুলাই, লোপেজের পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। লোপেজের দলের পক্ষ থেকেও শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। 

সূত্র: ডেইলি মেইলদ্য সানমেট্রোনিউ ইয়র্ক পোস্ট

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied