বক্স অফিসে জয়ার ‘অর্ধাঙ্গিনী’নিয়ে জয়জয়কার

Cumilla24

১০ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

পরিচালক কৌশিক গাঙ্গুলির পরিচালনায় সাবেক ও বর্তমান সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে । 

দেশের সীমা পেরিয়ে ভারতে অভিনয় ও রূপের দ্যুতি ছড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান । উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমাও। গত ২ জুন মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। 

২০১৯ সালে শুরু হয় ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষের দীর্ঘ চার বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রচারে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।

টলি বাংলা বক্স অফিস এক টুইটে জানিয়েছে, কম সংখ্যক হল পেয়েও এ পর্যন্ত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি  প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied