ফেন্সিডিল পাচারকালে ২ মাদক ব্যবসায়ী আটক
১৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

মুরাদুল ইসলাম মুরুদ, কুড়িগ্রাম:
শেরপুর জেলার সদর উপজেলার
ডাকপাড়া এলাকা থেকে দুই লক্ষাধিক টাকার মুল্যের ফেন্সিডিল পাচারকালে দুই জন মাদক ব্যবসায়িকে
আটক করেছে জামালপুর র্যাব ১৪, সিপিসি-১।
র্যাবের একটি দল গোপন সংবাদের
মাধ্যমে শেরপুর উপজেলার ডাকপাড়া এলাকা থেকে সাকিব ও ওয়াজেদ আলী নামক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে
জামালপুরের র্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এর নেতৃত্বে ব্যাঙের মোড় চেকপোস্ট
চলাকালীন সময় সিএনজির ভিতর থেকে দুই লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে
আটক করা হয় এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।