প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল
১৪ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে আহাদ আলী (২০) নামের এক যুবক প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় দুঃখে মাথা ন্যাড়া করার পর দুধ দিয়ে গোসল করেছেন।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সাথে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এতে আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন।
ক্ষোভে, দুঃখে ও অভিমানে তিনি আত্মহনন না করে নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। শনিবার সকাল ১১টায় পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি নিজ বাড়িতে কাজটি করেন।
আহাদ আলী জানান, প্রেম-ভালোবাসা করে অকারণে সময় ও অর্থ নষ্ট করার দরকার নেই।
এতে জীবনহানির ঘটনাও ঘটে। তিনি তার বন্ধুদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়ে আগামীতে ঝামেলাহীন সুন্দর সময় পার করতে চান।
