থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ ৩

Cumilla24

১৯ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

রাজধানীর কামরাঙ্গীরচরে মুজিবরের ঘাট এলাকার একটি বাসার ছাদে ফানুস ওড়ানোর সময় জন দগ্ধ হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) দিনরাত সোয়া ১২টার দিকে ঘটনা ঘটে। তারা হলেন- মো. সিয়াম (১৬), মো. রাকিব (১৮) মো. রায়হান (১৬)

পরে দগ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে তাদের জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন জানান, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুসে আগুন দেওয়ার সময় ছেলে সিয়াম আমার ২ ভাই আগুনে দগ্ধ হয়। বর্তমানে তিনজন চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের মধ্যে সিয়ামের শরীরে বেশি অংশ পুড়ে গেছে বাকি ২জনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে। তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied