পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৪১৫৮ জন হাজি
১৭ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ৮ জুলাই শনিবার পর্যন্ত মোট ৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি, ফ্লাইনাসের ফ্লাইট ১৫টি এবং সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৭টি।
শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৪৬তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
