পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপন
২৭ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
প্রিয়
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আগমন উপলক্ষে ১২ই রবিউল আউয়াল
রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে রেজভীয়া দরবার শরীফের
গদ্দিনশীন পীর আল্লামা সিরাজুল আমিন রেজভী ও শাহাজাদা আনছার আলী রেজভীর নেতৃত্বে জশনে
জুলুসের র্যালী বের হয়ে শহরের পুলিশ লাইন, কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জ, সার্কেট
হাউজ হয়ে আবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে মুসলিম উম্মাহ দেশ ও জাতির শান্তি সমৃদ্ধির
জন্য দোয়া করে মোনাজাতের মাধ্যমে জুলুসটি সমাপ্তি করা হয়।
এসময়
উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা, মহানগর, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও রেজভী বাবার
প্রবাসী গোলাম ঐক্য পরিষদের সকল নেতাবৃন্দ।