কুমিল্লা সীমান্তে পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ
২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
কুমিল্লা সীমান্তে পুকুরপাড়ে কাঁটাতারের
বেড়া দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে
পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এ পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন। সীমান্ত
দেয়াল নির্মাণ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। ভারতীয় কর্তৃপক্ষ সুরক্ষা দেয়াল
নির্মাণ করছে। পরে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে।
জানা গেছে, পুকুরটি ভারতের ত্রিপুরা
রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর
ইউনিয়নের শাহপুর গ্রামের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত।
এ বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট
কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা
সীমান্তের জিরো পয়েন্টের কিছু অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
এখন সেই কাজ চলছে। তবে নকশার বাইরে কাজ করছে কি না, আমরা সর্বদা তা মনিটরিং করছি। নকশা
অনুসারে কাজের কোনো হেরফের হলে সঙ্গে সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া
হয়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেব না।