দাউদকান্দিতে বিশ্ব মৎস্য দিবস ২০২৩ উদযাপন
২০ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

সাইদ জুবায়ের রাসেল, দাউদকান্দি:
কুমিল্লা
দাউদকান্দিতে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আয়োজনে সেন্টার ফর কমিউনিটি
ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর বাস্তবায়নে বিশ্ব মৎস্য দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মৎস্যচাষ খামারের পানি পরীক্ষার ক্যাম্পেইন ও চাষীদের নিয়ে আলোচনা
সভার আয়োজন করা হয়৷
মঙ্গলবার
(২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চারিপাড়া এলাকায় প্লাবনভূমি ও পুকুর ভিত্তিক মৎস্যচাষ
খামারে বিনামূল্যে পানি পরীক্ষার ক্যাম্পেইন পরিচালিত হয়৷ এতে প্রায় ৩০ টি খামারের
পানি পরীক্ষা করে পানির পিএইচ, এ্যামোনিয়া, অক্সিজেন, তাপমাত্রা, স্যালাইনিটি, হার্ডনেস
ইত্যাদি গুণাগুণ পরিমাপ ও করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন এসইপি মৎস্য কর্মকর্তা ইমরান
শেখ ও পরিবেশ কর্মকর্তা সাহেদুল ইসলাম।
এরপর
বিকেল ৪টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলার প্লাবনভূমি কেন্দ্রিক ট্যুরিজম এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সংস্থার
আদমপুর-১ এলাকা কর্মকর্তা লোকমান হোসেন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, একাধিকবার জাতীয় পদক প্রাপ্ত পরিবেশ সমাজ ও কৃষি উন্নয়ন সংগঠক অধ্যাপক মতিন
সৈকত।
এসইপি
ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- প্রকল্প
ব্যবস্থাপক মাসুদ আলম, বিশিষ্ট মৎস্য চাষী এসএম নাজমুল হুদা, এসইপি পরিবেশ কর্মকর্তা
সাহেদুল ইসলাম সুজন, পেইজ প্রকল্পের মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা
সভায় বক্তারা নিরাপদ মৎস্য চাষ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উত্তম মৎস্য চাষ অনুশীলন এর ওপর জোর দেন। সবাইকে
নিরাপদ মাছ ও খাদ্য উৎপাদনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায়
আরও উপস্থিত ছিলেন, মৎস্যচাষী আবুল কাশেম, মোঃ জহিরুল হক, মোঃ শাহজাহানসহ স্থানীয়
বিভিন্ন খামারের মৎস্যচাষী সিসিডিএ'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ।