মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা
৪ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) তে সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক, স্থানীয় সরকার মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আদর্শ সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম, পিটিআই সুপারিনটেনডেন্ট অর্চণা কুণ্ডু। স্বাগত বক্তব্য রাখেন, পিটিআই সহকারী সুপারিনটেনডেন্ট সনজিত কুমার সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে মো: মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান বিজয় দিবস বাঙালী জাতির জীবনে অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, বাঙালীর বিজয় একদিনে আসেনি। জাতির পিতা বাঙালীকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। ৫২ এর ভাষা আন্দোলন থেকে বাঙালীর স্বাধিকার আন্দোলন শুরু হয়েছিলো। ১৯৭১ সালের ৭মার্চ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয় যার পরিসমাপ্তি ঘটে ১৬ ডিসেম্বর পাকহানাদারদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আত্নসমর্পনের মধ্য দিয়ে।
আলোচনা ও মতবিনিময় সভার আগে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
