দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি: তামিম ইকবাল

Cumilla24

২০ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

এশিয়া কাপ দিয়ে তামিম ইকবাল দলে ঠিকই ফিরছেন, তবে অধিনায়করূপে নয়। শুধুমাত্র ওপেনার হিসেবে দেখা যাবে তামিম ইকবালকে।

২ দিন ধরে এ বিষয়ে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছিল তামিম ইকবালের।আর সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের অধিনায়কত্ব।

বিসিবি সভাপতির বাসায় অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম ইকবাল।

তামিম ইকবাল জানান, আজকে থেকে বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তামিম ইকবাল বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালোভাবে খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। তিনি আমার ব্যাপারটা বুঝেছেন। তারপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাত ৮টায় শুরু হয় বৈঠক। এর আগে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে বিসিবি প্রধানের বাসায় আসেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের আগে সেখানে যান ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।এ সময় বিসিবির অন্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied