তথ্য জানাতে হটলাইন সেবা চালু করলো ধর্ম মন্ত্রণালয়

Cumilla24

১০ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

 সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হটলাইন সেবা চালু করা নিয়ে বলা হয় ।

একটি অনুরোধ জানিয়ে আরো বলা হয় যে, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এতে আরো বলা হয়, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন বা ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

এর আগে গতকাল দুপুরের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে হটলাইন চালুর কথা বলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই চালু হলো এই সেবা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied