ঢাকায় গান শোনাবেন দর্শন রাওয়াল

Cumilla24

২২ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

ভারতীয় জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল প্রথমবারের মতো ঢাকার শ্রোতাদের গান শোনাবেন। এ গায়ককে নিয়ে ‘দর্শক রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক একটি কনসার্ট আয়োজন করছে টোয়েন্টি টু ইভেন্টস। দর্শনের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তানভির ইভানও গান গাইতে দেখা যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে। দর্শনের উপস্থিতিতে ১৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

দর্শন রাওয়াল একাধারে গায়ক, গীতিকার ও সুরকার দর্শন রাওয়াল ভারতজুড়ে গানের পাশাপাশি নিজস্ব ফ্যাশনকেও তুলে ধরে ধরায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার কণ্ঠ তার হিট ভয়েস দিয়ে চার্টে রাজত্ব করছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied