ডেঙ্গুতে তরুণ অভিনেত্রীর মৃত্যু

Cumilla24

১৭ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা (১৯) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

৩১ আগস্ট বৃহস্পতিবার মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা যায়, ৪ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন নিশাত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার প্লাটিলেট কমতে থাকে। অবশ্য এক দিনের মাথায় প্লাটিলেট আবার বাড়তে থাকে। কিছুটা সুস্থ বোধ করায় বাসায় চলে আসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকাল ৮টায় নিশাত বাসাতেই মারা যান।

গতকালই নিশাতের মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়। নাটোর হাফ রাস্তা এলাকায় তারা থাকতেন। সেখানেই একটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিশাতের বেড়ে ওঠা নাটোর জেলায়। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন নিশাত। সর্বশেষ সে অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছে। এরপর আর কোনো পরীক্ষা দিতে পারল না।  অভিনয় নিয়ে অনেক স্বপ্ন ছিল নিশাতের। ইচ্ছা ছিল থিয়েটারে অভিনয় শেখার। কয়েক মাস আগে সে থিয়েটারিয়ান নামের একটি নাট্যদলে কর্মশালা করেছিল। থিয়েটার শুরুর ইচ্ছা ছিল। সম্প্রতি একটা নাটকে পুরো গল্পে ছিলেন নিশাত।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied