গ্রামের মাঠ থেকে গ্রেনেড উদ্ধার

Cumilla24

১১ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের চরপাড়া মাঠ থেকে ১টি গ্রেনেড উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট (আরজে এসএম৩৬) গ্রেনেডটি ধ্বংস করে।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সদরের চরপাড়া গ্রামের মাঠে পরিত্যক্ত জায়গায় বোমা সদৃশ কিছু একটা পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ঘাসের ভেতরে থাকা একটি বোমা উদ্ধার করে।

উদ্ধারকৃত বোমাটি আরজে এসএম৩৬ গ্রেনেড বলে র‌্যাব নিশ্চিত হয়। পরে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি ওই মাঠের ভেতরে ধ্বংস করে। তবে গ্রেনেডটি কে বা কারা এখানে রেখে গেছে সেটি জানাতে পারেনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।   

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied