৪৫ হাজার টাকায় বিক্রি হলো দুই ‘ড্রাগন’ ফল

Cumilla24

২৪ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় ৪৫ হাজার টাকায় ফল দুটি বিক্রি হয়েছে। অবশ্য ফল দুটির দাম এতো নয়; ধর্মীয় প্রতিষ্ঠানকে সহযোগিতার উদ্দেশ্যেই এতো বেশি দাম ধরা হয়।

জানা যায়, ওয়াজ-মাহফিলে একজনের দান করা দুটি ড্রাগন ফল ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে।  

সম্প্রতি এ ঘটনা ঘটে উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে লিপু সুলতানা চৌধুরী নামের এক ব্যক্তি ২টি ড্রাগন ফল মাদ্রাসায় দান করেন। মধ্যরাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী ড্রাগন ফল দুটি প্রকাশ্যে নিলামে তোলেন। নিলামের একপর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৪৫ হাজার টাকা দিয়ে ফল ২টি কিনে নেন যুক্তরাজ্যপ্রবাসী আলহাজ আলমগীর চৌধুরী।

ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশ নেওয়া শ্রোতারা জানান, মাহফিল শেষে দোয়ার আগে ড্রাগন ফল দুটি নিলামে তোলা হয়। দুই হাজার টাকা থেকে নিলাম শুরু হয়ে সর্বোচ্চ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। নিলামে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা।’

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied