খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

Cumilla24

১৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী . এস জয়শঙ্কর।

তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মুখপাত্র বাসসকে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ হবে। এতে বিভিন্ন দেশের অতিথি, রাজনৈতিক নেতা প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied