কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হলেন ডাঃ নিশাত সুলতানা

Cumilla24

২৩ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#

সাইদুর রহমান, প্রতিবেদক:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এর সহকারী পরিচালক ডাঃ নিশাত সুলতানা কে উপ-পরিচালক হিসাবে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নোক্ত ৪৪ জন কর্মকর্তাকে উপ-পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদান সম্পর্কে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত পদোন্নতি পেয়ে ডাঃ নিশাত সুলতানা কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশনকে জানান - পদোন্নতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত। এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং আমার দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধের স্বীকৃতি। এই অর্জন আমাকে আরও অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়ে  তার পরবর্তী পরিকল্পনা - আমার মূল লক্ষ্য হলো হাসপাতালের সেবার মান আরও উন্নত করা এবং রোগীসেবাকে আরও মানবিক ও দক্ষ করা। এজন্য আমি কয়েকটি দিককে অগ্রাধিকার দিতে চাই —

চিকিৎসা সেবার মানোন্নয়ন: আধুনিক যন্ত্রপাতি সংযোজন, নিয়মিত প্রশিক্ষণ এবং সঠিক তদারকির মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসায় আরও নির্ভুলতা আনা।

মানবিক সেবা: চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে সহানুভূতি ও নৈতিকতা জাগ্রত করে রোগীদের প্রতি যত্নশীল মনোভাব বৃদ্ধি করা।

গবেষণা ও শিক্ষা: চিকিৎসা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানো।

পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা: হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেবা সহজলভ্য করা।

কমিউনিটি সংযোগ: সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক চিকিৎসা কার্যক্রম জোরদার করা।

আমার বিশ্বাস, এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমাদের হাসপাতাল একটি আদর্শ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied