কুমিল্লায় ৩২ কেজি গাঁজা ও ১টি জিপ গাড়ী উদ্ধার
২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
কুমিল্লায়
৩২ কেজি গাঁজা ও ১টি জিপ গাড়ী উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা।
আজ
জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ) দিবাকর রায়, এএসআই সজীব বড়ুয়া ও সংগীয় ফোর্সসহ
কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন চৌদ্দগ্রাম
থানাধীন নানকরা সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পাশে একটি জীপ গাড়ীতে
২টি প্লাষ্টিকের বস্তা উঠাতে দেখে সন্দেহ হয়। তাৎক্ষনিক উক্ত গাড়ীর নিকট যাওয়া মাত্রই
ডিবি পুলিশ হিসেবে চিনতে পেরে গাড়ীর অজ্ঞাতনামা চালক ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ রেজিঃ নাম্বারের
লাল খয়েরী রংয়ের পুরাতন জীপ গাড়ীটি দ্রুত গতিতে চট্টগ্রাম অভিমুখে যেতে থাকে। পরবর্তীতে
উক্ত গাড়ীর পিছু ধাওয়া করলে একপর্যায়ে অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপোয়ারা গতিতে চট্টগ্রাম-ঢাকা
গামী মহাসড়কে যাওয়ার (চিওড়া পুরাতন রাস্তার মাথা) রাস্তায় মেসার্স খন্দকার ষ্টোর এর
সামনে পাকা রাস্তার উপর নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। একপর্যায়ে গাড়ির অজ্ঞাতানাম চালক সহ অজ্ঞাতনামা ৩ জন সুকৌশলে
গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। জীপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর ৩২
কেজি গাঁজা এবং চালকের পাশের সিটের উপর হতে একটি অপেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স কার্ড,
একটি vivo y22 মডেলের মোবাইল ফোন, একটি vivo y33s মডেলের মোবাইল ফোন পাওয়া যায়।
এ
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৫,তারিখ-১৬/০৯/২০২৩খ্রিঃ,
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ রুজু করা হয়।