কুমিল্লায় ২২ কেজি গাঁজা উদ্ধার,আসামি পলাতক
১৩ দিন আগে বুধবার, অক্টোবর ৮, ২০২৫

সুজন
মজুমদার, বরুড়া:
কুমিল্লায়
২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বরুড়া
থানার এসআই জুলহাস ও মুর্তুজার নেতৃত্বে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা গালিমপুর ইউনিয়নের
ঘোষ্পা গ্রামের হাজী বাড়ি শামসুল হক সামু বসত ঘর তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার
করে। পুলিশের উপস্থিত টের পেয়ে দুই মাদক বিক্রেতারা
পালিয়া যায়। আসমি দুইজন হলো: উপজেলা গালিমপুর ইউনিয়নের ঘোষ্পা গ্রামের মৃত সিরাজুল
ইসলামের ছেলে সামছুল হক সামু ও মৃত হাসেম আলী ছেলে আঃ কুদ্দুস।
এই
বিষয়ে বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, আসামি আটক করার চেষ্টা চলছে। আসা করি অল্প
সময়ে মধ্যে আটক হবে।