কুমিল্লায় হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার

Cumilla24

২৯ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

কুমিল্লায় অটোরিক্সা চালক মেহেদী হাসান হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।

গত রবিবার (১৯/১১/২০২৩ইং) সকালে মেহেদী হাসান (১২) অটোরিক্সা নিয়ে তাঁর নিজ বাড়ি হতে প্রতিদিনের ন্যায় বের হয়ে বরুড়া থানাধীন ইলাশপুরস্থ চেয়ারম্যান মার্কেটের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে নাজমুল হোসেন (২৫) নামের একজন মেহেদী হাসান (১২)কে চাকুর ভয় দেখিয়ে তার অটোরিক্সাসহ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কালির বাজার হাতিগাড়া কবরস্থানে পাশে ঝোপের ভিতর নির্জন জঙ্গলে নিয়ে যায়। গভীর জঙ্গলে নিয়ে নাজমুল হোসেন এর হাতে থাকা ধারালো চাকু দিয়ে মেহেদী হাসান এর পেটে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মেহেদী হাসান এর চালিত অটোরিক্সা নিয়ে তার শশুর বাড়ি দাউদকান্দি থানাধীন গৌরিপুর ওগোলিয়া এলাকায় চলে যায়।

পরবর্তীতে মেহেদী হাসান এর বাবা বরুড়া থানায় অভিযোগ করেন। অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম এর নেতৃত্বে বরুড়া থানার ১টি চৌকস দল বিভিন্ন  সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোপন সাংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানধীন গৌরিপুর ওগোলিয়া এলাকায় নাজমুল হাসানের শশুর বাড়িতে থেকে নাজমুল হাসান কে আটক করেন বরুড়া থানা পুলিশ। কোতয়ালী মডেল থানাধীন হাতিগাড়া কবরস্থানে ঝোপঝাড়ের মধ্য হতে মেহেদী হাসান এর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে।

উক্ত ঘটনায় বরুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied