কুমিল্লায় সেলাজার ব্র্যান্ডের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
২৯ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

কুমিল্লায় সেলাজার ব্র্যান্ড এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটায় উপস্থিত ছিলেন নূর জুয়েলার্স এর প্রতিষ্ঠাতা আরিফ জামান সহ সেলাজার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এন.এইচ.সাকিব চৌধুরীর বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীগণ।
সেলাজার
ব্র্যান্ড এর প্রতিষ্ঠাতা এন.এইচ.সাকিব চৌধুরী উক্ত আয়োজনে বলেন, আমরা কুমিল্লায় আমাদের
নিজস্ব ব্র্যান্ডের পাঞ্জাবি ও কটি ইত্যাদি অত্যান্ত সফলতার মধ্য দিয়ে সবার মন জয়
করতে পেরেছি। আমরা অনলাইন ও অফলাইন দুভাবেই নিষ্ঠার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
দেশের বিভিন্ন প্রান্তে আমরা পাইকারি ও খুচরা খাদি পাঞ্জাবি সহ বিভিন্ন রকমের দেশী
ও বিদেশী পাঞ্জাবী বাজারজাত করে থাকি। আমরা কাজে বিশ্বাসী, কথায় নয়। যারা পূর্ব থেকে
সেলাজার ব্র্যান্ডকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে আসছেন তাদের প্রতি আমৃ্ত্যু কৃতজ্ঞ থাকবো।
সবসময়ই
আপনাদেরকে আমাদের পাশে চাই। আপনাদের ভালোবাসায় ও সাপোর্ট এর মাধ্যমে সেলাজার ব্র্যান্ডকে
বহুদূর নিয়ে যেতে চাই এই প্রত্যাশা।
সেলাজার
ব্র্যান্ড এর শো-রুম সমূহ:
*পাইকারি
পয়েন্ট- শো-রুম-1: কুমিল্লা নিউ মার্কেটের ৩য় তলা(লিফটের ২)শপ ৩০৪৪। কান্দিরপাড়,কুমিল্লা।
Hotline
📞
01537-180911(WhatsApp)
*খুচরা
পয়েন্ট - শো-রুম-2: খন্দকার হক টাওয়ার(লিফটের-৪) ৫ম তলা শপ নং
(F601),কান্দিরপাড়, কুমিল্লা।
Hotline 📞 01537-180911(WhatsApp)
