কুমিল্লায় পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি

Cumilla24

১৩ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

কুমিল্লায় গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রসমুহে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিলএক অফিস আদেশে ১৪৪ ধারা জারি করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুমুশফিকুর রহমান।

শনিবার (২৭ এপ্রিলগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমুহের ‘’ ইউনিট মে 'বিইউনিট এবং ১০ মে 'সিইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'ইউনিটের পরীক্ষা শুরু হবে বেলা ১২টায়। অন্য দুই ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে। পরীক্ষা চলবে এক ঘণ্টা।

সূত্র জানায়কুমিল্লায় 'ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়সরকারি টিচার্স ট্রেনিং কলেজক্যান্টনমেন্ট কলেজক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়গভর্নমেন্ট ল্যাবেরটরি হাইস্কুলবর্ডার গার্ড পাবলিক বিদ্যালয়টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ  বার্ড হাইস্কুল; 'বিইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়  টিচার্স ট্রেনিং কলেজ এবং 'সিইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ জানানসবগুলো পরীক্ষা কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্রে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়সে জন্য ১৪৪ ধারা জারি থাকবে। বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied