কুমিল্লায় এই প্রথম এপিএ এর বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে বিজিডিসিএল প্রথম স্থানে
৮ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

বিপ্লব চক্রবর্ত্তী:
শঙ্কর মজুমদার ২০২০ সালের
২৮ জুন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের
পর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দু-দুটো সাফ্যলতার মধ্যে দিয়ে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন।
বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার এর সৎ নেতিত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের
সমন্বিত প্রচেষ্টায় বিজিডিসিএল পরিচালনা পর্ষদের সার্বিক দিকনির্দেশনা এবং পেট্রোবাংলা
ও সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও সম্মানিত গ্রাহকগণের ঐকান্তিক
সহযোগিতায় পেট্রোবাংলার সাথে এর আওতাধীন কোম্পানি সমূহের মধ্যে সম্পাদিত ২০২২-২৩ অর্থবছরের
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেড ১০০% মার্ক পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। তাহার সৎ নেতিত্বে
অন্যতম আরেকটি সাফল্য হলো গত ১০ই জুন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
এর এই প্রথম জাক-জমাটপূর্ণভাবে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছিলো.যোগদানের
৩৯ মাসেই নিষ্ঠা ও সততার সাথে তিনি কোম্পানীর অভ্যন্তরীন ও ব্যহ্যিক কার্যক্রম কে এক
নতুন ধারায় পরিচালনা করে সাফল্যতার শীর্ষস্থানে পৌঁছে দিয়েছেন।
১৯৮০ সালের ৭ই জুন ‘বাখরাবাদ
গ্যাস সিস্টেমস লিমিটেড’ নামে একটি মডেল কোম্পানী হিসেবে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী
লিমিটেড এর যাত্রা শুরু হয়। ফেনী, লহ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়
৪ লাখ ৯০ হাজার ৬১০জন আবাসিক গ্রাহক,৭৪ টি সিএনজি পাম্প, ১৩ টি বিদুৎ কেন্দ্রে, ১ টি
সার-কারখানায়, ১৯৬ টি শিল্প কারখানায়, ৮২ টি ক্যাপটিভে ও ২১৩৮ টি ব্যাণিজিকে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
গ্রাহকদের সেবা প্রদান করে আসছে। সবোর্চ্চ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া
জেলায় ও সর্ব্বনিম্ম অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার হচ্ছে লক্ষীপুর জেলায়।
গত ২০২১-২২ অর্থবছরে এপিএ
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বিজিডিসিএল
নির্ধারিত লক্ষ্যমাত্রা বিপরীতে ৯৯.৭২% স্কোর পেয়েছে এবং পেট্রোবাংলার ১৩টি
কোম্পানির মধ্যে ৩য় স্থান অর্জন করেছে।
গ্রাহকদের সেবায় যোগদানের
পরেই তিনি সর্বপ্রথম আবাসিক, ব্যানিজিক, শিল্প ও সিএনজি পাম্পে অবৈধ গ্যাস সংযোগের
কাজে জড়িত অনেক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেন।
২০২১-২০২২ অর্থবছরে সরকারী
কোষাগারে একশো তেরো কোটি চুআঁশি লক্ষ টাকা প্রদান তিন হাজার আটশত চৌদ্দটি অবৈধ সংযোগ
বন্ধ ও অবৈধ সংযোগ উচ্ছেদ,২৩ কোটি ৯৪ লক্ষ টাকার বকেয়া বিল আদায় করা হয়েছে। ইতিমধ্যে
২০২৩-২০২৪ অর্থ বছরে প্রায় ৪০০ টি অবৈধ সংযোগ বন্ধ ও অবৈধ সংযোগ উচ্ছেদ এবং ৭৫ লক্ষ
টাকার বকেয়া বিল আদায় করা হয়েছে. তিনি অবৈধ সংযোগ বন্ধ ও অবৈধ সংযোগ উচ্ছেদের সহায়তার
জন্য ১২ টি নতুন গাড়ি ক্রয় করেছেন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাউজ বিল্ডিং ঋণ
২৫ লক্ষ থেকে ৪% বৃদ্ধি করে ৬০ লক্ষ টাকা করেছেন, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য
সুরক্ষার কথা চিন্তা করে নতুন ইসিজি মেশিন ক্রয় করেছেন, কর্মকর্তা ও কর্মচারীরা অবসরে
যাওয়ার পর দ্রুততার সাথে ১৮ মাসের বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা
করেছেন। এমনকি উনার সার্বিক দিক নির্দেশনায় বিগত বছরের তুলনায় গত দুবছর শতভাগ সাফ্যলতার
সাথে বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার এর সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন কার্যক্রমের
মাধ্যমে বকেয়া আদায় সহ রাজস্ব আয় এর পরিমান বৃদ্ধি পেয়েছে. এই ধারাবাহিকতায় গ্রাহকদের
সেবা ও সরকারের রাজস্ব আদায়ে বিজিডিসিএল অতীতের তুলনায় বেশ সফলতা অর্জন করে আসছে।
