এসআই পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে যুবকের মৃত্যু

Cumilla24

১৬ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

রংপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে ফারিজুল ইসলাম নামের এক যুবকের তীব্র দাবদাহে স্ট্রোক করে মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ জুন ২০২৩ইং) দুপুরে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে মাঠ পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। ওই দিন রাত ৯টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফারিজুলের মৃত্যু হয়েছে।

রংপুর জেলার মিঠাপুকুরের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ফারিজুল ইসলাম কর্মরত ছিলেন। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ফারিজুলের বাড়ি মিঠাপুকুর উপজেলার চেংমারি ইউনিয়নে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, এসআই নিয়োগের মাঠ পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে যান ফারিজুল। সঙ্গে সঙ্গে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে রাখা আছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে আসলে কী কারণে মারা গেছেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ফারিদুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক তার মৃত্যু সনদে উল্লেখ করেছেন বলে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied