এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি

Cumilla24

৪ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

সাধারণত বাজারে এক জোড়া লাউয়ের দাম ১০০ থেকে ২০০ টাকা হলেও সুনামগঞ্জের দিরাইয়ে এক জোড়া লাউ বিক্রি হয়েছে অবিশ্বাস্য ১৮ হাজার ২০ টাকায়। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার তহবিলে সহায়তার উদ্দেশ্যে গত শুক্রবার মাহফিল চলাকালীন কাইমা গ্রামের আব্দুল লতিফ এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি দুটি লাউ দান করেন। শনিবার সকালে মাহফিল শেষে দানকৃত জিনিসপত্রগুলো প্রকাশ্যে নিলামে তোলা হয়।

নিলাম শুরু হতেই লাউ দুটিকে কেন্দ্র করে শুরু হয় চরম প্রতিযোগিতা। একাধিক ধর্মপ্রাণ মুসল্লি নিলামে অংশ নিয়ে দাম বাড়াতে থাকেন। দীর্ঘ দরকষাকষির পর শেষ পর্যন্ত ১৮ হাজার ২০ টাকায় লাউ দুটি কিনে নেন এক ব্যক্তি।

মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন, "এটি কোনো সাধারণ কেনাবেচা নয়, বরং মাদ্রাসার প্রতি মানুষের অগাধ ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। এই টাকা মাদ্রাসার উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।"

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এ কে কুদরত পাশা বলেন, কওমি মাদ্রাসা মানুষের দানেই পরিচালিত হয়। দুটি লাউয়ের এই দাম কেবল মাদ্রাসাপ্রেমিদের পক্ষেই দেওয়া সম্ভব। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের এমন আবেগ ও সম্পৃক্ততার উদাহরণ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied