ছোট ছেলের বিয়ের খবর প্রকাশ করলেন আসিফ আকবর
২২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
তিন
বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এবার
তার ছোট ছেলেও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সামাজিকমাধ্যমে বিষয়টি জানিয়েছেন আসিফ নিজেই।
মঙ্গলবার
(২৩ ডিসেম্বর) ফেসবুকে একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে ছেলে ও পুত্রবধূর সঙ্গে আসিফ
এবং তার স্ত্রী বেগম সালমা আসিফকে দেখা গেছে। এর ক্যাপশনে আসিফ জানিয়েছেন, তার ছোট
ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আসিফ আকবরের পুত্রবধূর নাম লামিয়া
তানজিম শ্রেয়সী। তার বাবার নাম বাদল শাহরিয়ার।
রুদ্র
ও শ্রেয়সী নতুন জীবনে পা রেখেছেন জানিয়ে নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক-এমন
কামনা করেছেন আসিফ। একই সঙ্গে ছেলে ও বৌমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই গায়ক। আসিফের বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার
টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। ছুটি না পাওয়ায় তিনি বিয়েতে
উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষার কারণে তিনিও
টরন্টোতেই ছিলেন। তাদের অনুপস্থিতি খুব মিস করছেন বলেও অনুভূতি প্রকাশ করেন আসিফ। সবশেষে
সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে আসিফ আকবর লেখেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর
থাকুন। ভালোবাসা অবিরাম।
আসিফ
আকবরের এই স্ট্যাটাসে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন রুদ্র-শ্রেয়সী দম্পতি।