আমার স্বামী চাই: সুস্মিতা সেন

Cumilla24

১ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

বর্তমানে সুস্মিতা সেনে বিয়ে করতে চাইছেন কিন্তু তার মেয়েরা চাচ্ছে না সাবেক এই মিস ইউনিভার্স বিয়ে করুক।

সুস্মিতা সেন বলেন, ওদের (মেয়েদের) জীবনে যেহেতু কোনোদিন বাবা ছিল না তাই ওদের বাবার প্রয়োজনীয়তা নেই। আমি যদি এখন ওদের বলি, বিয়ে করতে চাই, তাহলে ওরা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে কেন? কী দরকার? আমাদের বাবা চাই না। কিন্তু আমার তো স্বামী চাই। তাতে ওদের কিছু যায় আসে না। ওদের কাছে আমার বাবাই সব। নানা আছে, তার মানে একজন বাবার মতো ফিগার রয়েছে তাদের কাছে। সুস্মিতা সেন ২৪ বছর বয়সে জীবনের সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন। মা হওয়ার পরে সবকিছুই কেমন বদলে গিয়েছে তার জীবনে। ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে দত্তক নেন তিনি। এরপর ২০১০ সালে দ্বিতীয় সন্তান আলিশাকে তার জীবনে নিয়ে আসেন।

অসুস্থতা পেরিয়ে বর্তমানে কাজে মনোযোগ দিয়েছেন সুস্মিতা সেন । 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied