আজ বিশ্ব হাত ধোয়া দিবস

Cumilla24

৮ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

আজ রবিবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধি করতে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

 রাষ্ট্রপতি বলেছেন, জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অতি আবশ্যক। পানিবাহিত নানা রোগ ও ডায়রিয়া থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা জরুরি। সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, হাত ধোয়ার সামাজিক আন্দোলন আরও বেগবান করতে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, ও গণমাধ্যমসহ দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আাহ্বান জানিয়েছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied