অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Cumilla24

১১ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) “ মোহাম্মদ শাহিনূর আলম”।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৪ জন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা হলেন “মো. ভোলা মেম্বার” (৫৪), মো. মাইন উদ্দিন (২৪), জিয়াউল হক জিয়া (৪৫) ও মো. রবিন (৩৫)।  সিদ্ধিরগঞ্জ থানার (ওসি)  “মোহাম্মদ শাহিনূর আলম” বলেন, সেচ্ছাসেবক ও যুবলীগের ৪ জনকে নাশকতা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied