৫২ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারি আটক

Cumilla24

২৯ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ৫২ বোতল মদসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

শেরপুর জেলা সদর উপজেলার পাকুরিয়া ভাটিপাড়ার এলাকার মো. আশা মিয়ার ছেলে আটককৃত আমিনুল।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর সোমবার রাতে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সে সময় ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৫২ বোতল মদসহ আমিনুলকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied