২০০০ টাকা খরচ করে ১ লাখ টাকার জালনোট তৈরি

Cumilla24

৪ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

মাত্র ২০০০ টাকা খরচ করে তৈরি করেন এক লাখ টাকার জালনোট। ১৯ জুন সোমবার রাতে রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীরা হলো: মো. শাহজাদা আলম (৩৩), মো. মাহেদী হাসান (১৯), আবু হুরায়রা ওরফে তুষার (২২)

মো: মেহেদী হাসান ফটোশপ এবং গ্রাফিক্সের কাজ জানতেন। তারপর ইউটিউব দেখে শেখেন জাল টাকা বানানোর প্রক্রিয়া। ফেসবুকের মাধ্যমে শাহজাদা তুষারের সহযোগিতায় জালটাকা তৈরি করে কেনাবেচা শুরু করেন। লাখ টাকা, লাখ টাকার চালানসহ ৪টি চালান দেন তারা।

গ্রেফতারের সময় ৯০০টি ২০০ টাকার জালনোট এবং ২০০টি ১০০ টাকার জালনোট মিলিয়ে সর্বমোট লাখ টাকার জালটাকা উদ্ধার করা হয়। এছাড়া জালনোট প্রস্তুতের কাজে ব্যবহৃত একটি করে ল্যাপটপ, ল্যাপটপ ব্যাগ, কিবোর্ড, পেনড্রাইভ, দুটি মাউস, ল্যাপটপ চার্জার, ১০টি বিশেষ মার্কার পেন, টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ২টি বিশেষ প্রিন্টার, টাকার ডিজাইন প্রিন্ট করার জন্য ৪টি টোনার কার্টিজসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব- কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied