১৮ ডিসেম্বরের আগে নির্বাচনী প্রচারণা নয় : ইসি

Cumilla24

২৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে আর এর আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  

ইসি সচিব মো. জাহাংগীর আলম বৃহস্পতিবার  তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, এটা নির্বাচনী আইন ও আচরণবিধিতে আছে। নির্বাচনের ২১ দিন আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

ইসি সচিব আরো বলেন, প্রতীক বরাদ্দের পর ব্যালট প্রস্তুত করা হবে। নির্বাচনের তিন-চার দিন আগে সেগুলো জেলায় জেলায় পাঠানো হবে। এরপর কবে কেন্দ্রে পাঠানো হবে সেটা পরে সিদ্ধান্ত হবে।

এদিকে সরকারি কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার পর এ ধরনের বদলি হয়েছে কি না, আমাদের জানা নেই। এখন থেকে এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইসির কাছে প্রস্তাব পাঠাবে এবং কমিশন তাদের মতামত জানাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied