হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন
২ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

বৃহস্পতিবার (৮ জুন) মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
শিশুটির বাড়ি নওগাঁয়। বয়স ২ বছর।
গুরুতর অবস্থায় শিশুটিকে রাজধানীর জাতীয় আর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে । তদন্ত কমিটির সুপারিশে হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত হয়েছে।