স্ত্রী,সন্তান রেখে হিজড়া সেজে চাঁদাবাজি !

Cumilla24

১২ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

শনিবার দুপুরে রাজধানীর মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকায় হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই পুরুষ। কিন্তু তারা হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন। 

গ্রেফতারকৃতরা হলেন, মো. হোসেন ওরফে শিলা (২৭), মো. হৃদয় ওরফে পিয়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি (৩০),  মো, নয়ন ওরফে নিশি (২০), মো বেলাল ওরফে কেয়া (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না (২০)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু হিজড়া নামের একজন তাদের গুরুমাতা হিসেবে আছেন। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দেন। তাদের কয়েকজন বিবাহিত, তাদের স্ত্রী আছে, সন্তানও আছে। তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিলেন। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। পরবর্তীতে তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied