সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

Cumilla24

১২ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


#

রাজধানীর মিরপুর এলাকায় সরকারি হাসপাতালে নতুন চাকরি পাওয়া এক নারীর স্বামীকে অস্বীকৃতি জানানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রস্তুতির পর সুমি আক্তার নামের এই তরুণী নার্স পদে নিয়োগ পান।

তবে চাকরি পাওয়ার পর থেকেই তার স্বামী আশরাফুলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে তীব্র টানাপোড়েন দেখা দেয় এবং শেষ পর্যন্ত তিনি স্বামীকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। একটি সরকারি হাসপাতালের নার্স হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সুমি ও আশরাফুলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ভিডিওতে প্রকাশিত কথোপকথনে দেখা যায়, স্বামী আশরাফুল অভিযোগ করছেন—“আমার চোর বানাইছে আমার ওয়াইফ সুমি রিলেশন করে আমারে চোর বানাইছে।

তিনি দাবি করেন, সুমি একজন অচেনা পুরুষের সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ করেন এবং একটি সন্দেহজনক মোবাইল নম্বর নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়।

ঘটনাস্থলে উপস্থিত এক নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সুমির মোবাইল নম্বর যাচাইয়ের কথা বলেন “আমি সাংবাদিক, নাম্বারটা উঠাও।এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করলে তিনি বলেন—“উনি আমারে ডিস্টার্ব করে, আমি কি করব?”

আশরাফুল দাবি করেন, সুমি আগে তার বৈধ স্ত্রী ছিলেন। কিন্তু চাকরি পাওয়ার পর তিনি স্বামী হিসেবে তাকে অস্বীকার করছেন। কথোপকথনের এক পর্যায়ে “তালাক আছে শব্দও শোনা যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পাশে থাকা কয়েকজন পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করে বলেন—“কেউ যাবে না, আইডেন্টিফাই আছে, সমস্যা নাই।তবে ততক্ষণে ঘটনাটি ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের মতে, চাকরি পাওয়ার পর সুমি আক্তার নিজের ক্যারিয়ার ও সিদ্ধান্তে স্বাধীনতা চান। অন্যদিকে স্বামী আশরাফুলের দাবিসুমি নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং তাকে অপমান করছেন। পরিবারের পক্ষ থেকে আলোচনায় বসার চেষ্টা হলেও এখনো কোনো সমাধান হয়নি। স্থানীয়রা বলছেন, বিষয়টি আইনগত পর্যায়ে গড়াতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied