লুঙ্গি-নাইট ড্রেস পরে বাহিরে যাওয়া নিষেধ !

Cumilla24

২৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

ফ্ল্যাটের বাইরে লুঙ্গি নাইটি পরে জনসমক্ষে বের হতে মানা করেছে ভারতের রাজধানী দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডার হিমসাগর অ্যাপার্টমেন্টে আবাসন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পর শুরু হয়েছে বিতর্ক।

গত ১০ জুন জারি করা ওই বিজ্ঞপ্তিতে ফ্ল্যাটের বাইরে লুঙ্গি এবং নাইটির মতো ঢিলেঢালা পোশাক পরার ব্যাপারে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা যখনই আবাসন চত্ত্বরের সাধারণের ব্যবহারের এলাকায় ঘোরাফেরা করবেন, তখন নিজেদের পোশাক-আশাক এবং আচার-আচরণে বিশেষ নজর দিন। যাতে কেউ নিয়ে কোনও রকম আপত্তি তুলতে বা প্রতিবাদ জানানোর সুযোগ না পান। আপনার আচরণ থেকেই শিক্ষা পাবে আপনার সন্তান। তাই সবাইকে অনুরোধ, আবাসন চত্ত্বরে লুঙ্গি বা নাইটি জাতীয় পোশাক পরে চলে আসবেন না। কারণ এগুলো ঘরের ভেতরে পরার পোশাক।

এদিকে বাসিন্দাদের একাংশ এই নিয়ম যথাযথ বলেই মেনে নিয়েছে। কিন্তু কেউ কেউ আবার এই বিজ্ঞপ্তিকে সুনজরে দেখেননি। 

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied