রাস্তার ওপর পড়ে ছিল প্রবাসফেরত যুবকের নিথর দেহ

Cumilla24

২৫ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিদেশফেরত এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে, উপজেলার গোপালপুর গ্রামে নিজবাড়ির পাশের রাস্তার ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সিরাজুল মন্ডল (২৫) ওই গ্রামের শাহাদৎ মন্ডলের ছেলে। নিহতের ভাই আজিজুল মন্ডল জানান, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন।

শাহজাদপুর থানার ওসি আলী আসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।

শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied