রাষ্ট্রপতির সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Cumilla24

৬ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বুধবার (১৯ জুলাই ২০২৩ইং) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় নৌবাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতিসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

রাষ্ট্রপতি জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied