রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

Cumilla24

২৫ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

৩০ জুন শুক্রবার সকাল ১১টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, খবর পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর প্লাটুনে দাঁড়ানো ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনিসার, নৌ পুলিশ, র‍্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।

আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস আ্যন্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied