মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষার আবেদন শুরু হয়েছে আজ

Cumilla24

১৫ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

আজ মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে।

যা চলবে আগামী ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত।

গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডামোমহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে  ফেব্রুয়ারি থেকে।আর ভর্তি পরীক্ষা শুরু হবে  ফেব্রুয়ারি সকাল ১০টায়শেষ হবে বেলা ১১টায়।

মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত ১০০টি প্রশ্নের প্রতিটি  নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিষয়ভিত্তিক বিভাজন পদার্থবিদ্যা ২০রসায়নবিদ্যা ২৫জীববিজ্ঞান ৩০ইংরেজি ১৫  সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস  মুক্তিযুদ্ধ১০ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য .২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

জানা যায়দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে  হাজার ৩৮০টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেলের জন্য আসন রয়েছে  হাজার ৩৪৮টি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied