বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে ২৫ আগস্ট থেকে

Cumilla24

১৩ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। আইসিসি এখনো বিশ্বকাপের টিকিট ছাড়েনি।

যদিও তারা টিকিট ছাড়ার দিন ঘোষণা করেছে। বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে আগামী ২৫ আগস্ট থেকে। ক্রিকেট প্রেমীদের টিকিট পাওয়ার জন্য আগামী ১৫ আগস্ট থেকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

 

আগামী ২৫ আগস্ট থেকে টিকিট পাওয়া যাবে ভারত বাদে সকল দলের প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচের। ধাপে ধাপে পাওয়া যাবে ভারতের ম্যাচের টিকিট। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন টিকিট ছাড়ার ঘোষণায় বলেছেন, ‘২০২৩ সালের আইসিসি পুরুষ বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য ও আপডেটের জন্য সমর্থকেরা নিবন্ধন করতে পারবেন, এ ঘোষণা দিতে পেরে আনন্দিত তারা। পরিবর্তনের পর চূড়ান্ত হয়েছে সূচি, উচ্চমানের ক্রিকেট দেখতে সমর্থকেরা এখন টিকিট কেনার অপেক্ষায় থাকতে পারবেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied