বাংলাদেশের জাতীয় সংগীত গাইলেন ফরাসি প্রেসিডেন্ট

Cumilla24

১৭ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে শুনিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে উৎসাহ দেন।

১০ সেপ্টেম্বর রোববার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শুরুর আগে চলে সাংস্কৃতিক পরিবেশনা।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, বাংলাদেশের জাতীয় সংগীত বাঙালিদের জন্য বিশেষ সৌন্দর্য। এসময় জাতীয় সংগীতের কয়েক লাইন গেয়ে শুনান ম্যাক্রোঁ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর থেকে ফ্রান্স আমাদের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। আমাদের পার্টনারশিপ বিভিন্ন সংকট, জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে।

রোববার রাত ৮টায় ভারতে জি-২০ সম্মেলন শেষে ২ দিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

জানা গেছে, ম্যাক্রোঁর এ সফরে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied