প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

Cumilla24

২৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তর বলছে, ঘটনাস্থল থেকে প্রথমে কেউ কেউ বলেছিল বাসাবাড়িতে আগুন লেগেছে। তবে জানা গেছে, অগ্নিকাণ্ড হয়েছে প্লাস্টিক কারখানায়। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বেলা দেড়টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও সাত ইউনিট যুক্ত করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied